Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতের বন্দী শিবিরের ভাইরাল ছবির সত্যটা কী জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM

bdmorning Image Preview


ভারতে নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ছবিটির সঙ্গে এক পোস্টে দাবি করা হয়, ভারতের কোনো বন্দী শিবিরে এভাবেই শিশুকে স্তন্যপান করাচ্ছেন মা।

ওই পোস্টে লেখা হয়, স্বামী ও স্ত্রী দুইজনই বাংলাদেশী। স্ত্রী মুসলিম তাই এনআরসি’র কারণে বন্দী শিবিরে দিন কাটাচ্ছেন এবং স্বামী হিন্দু হওয়ায় সিএএ’তে বন্দী শিবির থেকে ছাড়া পেয়েছে।  তাই ক্যাম্পের বাইরে থেকে কিছুক্ষণ পর পর সন্তানকে দুগ্ধ পান করানো হচ্ছে।

কিন্তু পরবর্তীতে দেখা গেছে ছবিটি ভারতের কোনো বন্দী শিবিরের নয়।  ছবিটি সাত বছর আগে ২০১৩ সালের ১১ মার্চ আর্জেন্টিনায় তোলা। আর্জেন্টিনায় একটি শরণার্থী শিবিরে অবৈধভাবে বসবাসকারীদের পুলিশ এইভাবে আলাদা করেছিল। এটা সে সময়েরই একটি ছবি।

Bootstrap Image Preview