Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাঁচ ওভারের ম্যাচ হলেও খেলবে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৩:৪৫ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


বৃষ্টির কারণে সময়মতো শুরু হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। লাহোরে এখনও বৃষ্টি হচ্ছে। তাই কখন ম্যাচ শুরু হবে, বলা যাচ্ছে না।

তবে কি ম্যাচটি পরিত্যক্ত হবে? বৃষ্টির উপরই নির্ভর করছে সব। তবে দর্শকদের হতাশ না করতে ম্যাচ মাঠে গড়ানোর জন্য শেষ সময় পর্যন্ত চেষ্টা করবে আয়োজকরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টস তার আধা ঘন্টা আগে। বৃষ্টির কারণে টসই হয়নি।

তবে স্থানীয় সময় বিকেল ৪.৩০ মিনিটের (বাংলাদেশ সময় ৫.৩০ মিনিট) মধ্যে খেলা শুরু করা গেলেও ৫ ওভারের ম্যাচ হবে। দুই দল ৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।

সেক্ষেত্রে ফল বের করার একটা সুযোগ থাকবে। যদিও এই ম্যাচের উপর সিরিজের ভাগ্য নির্ভর করছে না আর। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আজ (সোমবার) তারা জিতলে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। টাইগারদের জন্য তাই লড়াইটা শুধু সম্মান রক্ষার।

Bootstrap Image Preview