Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুশফায়ার ক্রিকেট ব্যাশে খেলবে নারী ক্রিকেটারও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৩:২৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৩:২৬ PM

bdmorning Image Preview


দিনক্ষণ চূড়ান্ত, আগামী ৮ ফেব্রুয়ারি চ্যারিটি ম্যাচ খেলবেন রিকি পন্টিং-শেন ওয়ার্নরা। যদিও এখনও ভেন্যু নির্ধারিত হয়নি। তবে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বিগ ব্যাশ ফাইনালের ঠিক আগে একই মাঠে। এর নাম দেয়া হয়েছে বুশফায়ার ক্রিকেট ব্যাশ। অস্ট্রেলিয়ার ইতিহাসে ভয়াবহ দাবানলে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তা সামলে উঠতে অর্থ সংগ্রহে আয়োজিত হবে ম্যাচটি।

সেখানে ঘটবে তারকাদের সমাবেশ। শুধু এতেই সীমাবদ্ধ থাকছে না প্রদর্শনী ম্যাচটি। এ ম্যাচ ঘিরে থাকছে একাধিক চমক। অন্যতম হতে পারে মিক্সড জেন্ডার ক্রিকেট ম্যাচ। নারী-পুরুষ একই সঙ্গে মাঠে নামতে পারে। ম্যাচটি আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তারা। তবে ধাপে ধাপে ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করছে অজি ক্রিকেট বোর্ড, তাতে সেই সংকেত স্পষ্ট।

আগেই জানা গিয়েছিল, এ ম্যাচে একদলের নেতৃত্বে থাকবেন রিকি পন্টিং। আর আরেক দলের অধিনায়কত্ব করবেন শেন ওয়ার্ন। দুই অজি মহারথীর নেতৃত্বে এ লড়াইয়ে অংশ নেবেন জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্কের মতো তারকারা। পরে সেই তালিকায় যোগ হয় অ্যান্ড্রু সাইমন্ডস, ব্র্যাড হ্যাডিন, ম্যাথিউ হেইডেন ও মাইক হাসির নাম। অস্ট্রেলিয়ার একঝাঁক সাবেক তারকার পাশাপাশি সেই ম্যাচে খেলবেন এশিয়ার দুই কিংবদন্তি।

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং এবং পাকিস্তানের লিজেন্ড ওয়াসিম আকরামেরও মাঠে নামার কথা জানিয়েছে সিএ)। এ ছাড়া এ ম্যাচের জন্য বেশ কয়েকজন নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মেল জোনস, এলিস ভিলানি, গ্রেস হ্যারিস, লিচফিল্ড৷

স্টিভ ওয়ার সঙ্গে নন-প্লেয়িং ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন জোনস। তবে বাকি নারী ক্রিকেটারদের মাঠে নামার দারুণ সম্ভাবনা আছে। দাতব্য ম্যাচটিতে ওয়ার্নদের কোচ থাকছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। আর পন্টিংদের কোচ হচ্ছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। অংশ নিতে পারেন ফুটবল ও রাগবি খেলোয়াড়রাও।

বুশফায়ার ক্রিকেটে যারা খেলবেন: শেন ওয়ার্ন (অধিনায়ক), রিকি পন্টিং (অধিনায়ক), জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, ব্র্যাড ফিটলার (রাগবি), অ্যালেক্স ব্ল্যাকওয়েল (নারী), মেল জোনস (নারী), এন্ড্রু সাইমন্ডস, ব্র্যাড হাডিন, এলিস ভিলানি (নারী), গ্রেস হ্যারিস (নারী), লুক হজ (ফুটবলার), ম্যাথু হেইডেন, মাইক হাসি, ফবি লিচফিল্ড (নারী), ওয়াসিম আকরাম ও যুবরাজ সিং।

Bootstrap Image Preview