Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের দুর্বলতার কারণ জানালেন ম্যাকেঞ্জি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০২:৩৯ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০২:৩৯ PM

bdmorning Image Preview


কারো কারো মত আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিকে সমস্যা। স্কিলে ঘাটতি। দেশের মাটিতে স্লো এবং লো ট্র্যাকে পার পেয়ে গেলেও দেশের বাইরে কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে বারবার মুখ থুবড়ে পড়ছেন টাইগার ব্যাটসম্যানরা।

কিন্তু যারা কোচিংয়ে আছেন, তারা কেউই আজ পর্যন্ত বলেননি যে টেকনিকে ঘাটতি, দুর্বলতার কারণেই টাইগারদের এ অবস্থা।

এখন পর্যন্ত হেড কোচ হিসেবে সেই দক্ষিণ আফ্রিকান এডি বার্লো, ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স, হাথুরুসিংহে আর বর্তমান সময়ে রাসেল ডোমিঙ্গোর মত হাই প্রোফাইল কোচ কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে; কিন্তু কেউই সরাসরি টেকনিককে মূল সমস্যা ও ঘাটতির জায়গা হিসেবে চিহ্নিত করেননি।

এখন যিনি বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ, সেই নেইল ম্যাকেঞ্জিও বলেননি যে তামিম, লিটন, সৌম্য, আফিফদের টেকনিক খারাপ। তবে টেকনিক ও স্কিল নিয়ে প্রশ্ন না তুললেও দক্ষিণ আফ্রিকান নেইল ম্যাকেঞ্জি বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় একটা সমস্যার জায়গা খুঁজে বের করেছেন।

তার মনে হয় টেকনিক তথা স্কিলে নয়, বাংলাদেশের ক্রিকেটারদের মানে ব্যাটসম্যানদের ভাল করার ইচ্ছে, দৃঢ় সংকল্প আর ধারাবাহিকভাবে ভাল খেলার স্পৃহাটাই কম। সেটাই শেষ কথা নয়, টাইগারদের ব্যাটিং কোচ আরও একটি বিষয় চিহ্নিত করেছেন। সেটা কিন্তু টেকনিক ও স্কিলের সমস্যার চেয়েও অনেক বড়।

ম্যাকেঞ্জির মনে হয়েছে, বাংলাদেশের বর্তমান ব্যাটসম্যানদের অনেকেই নিজেকে মেলে না ধরা মানে ধারাবাহিকভাবে ভাল খেলার ইচ্ছে, দৃঢ় সংকল্পটাই কম। আর তার চেয়ে বড় কথা, ব্যাটসম্যানদের মধ্যে রান করা, দলে কার্যকর অবদান রাখার চেয়ে তারা দলে থাকাকেই বড় করে দেখে। তারা মনে করে ৩০-৪০ রান করতে পারলেই দলে থাকা যায়। যাবেও। তাই বাড়তি কিছু করার তাগিদটা তাদের ভিতরেই কম।

তাই মুখে এমন কথা, ‘ব্যাটসম্যানদের ভিতরে ভাল খেলার তাগিদ এবং নিজেকে মেলে ধরার তাগিদটাই কম। ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, ভাল খেলার ও নিজেকে মেলে ধরার তাগিদটা খানিক কম। এছাড়া তাদের ভিতরে ধারাবাহিকতা বজায় রেখে ভাল খেলার স্পৃহাও নেই।’

ব্যাটসম্যানদের মধ্যে অনেকেই ৪০ থেকে ৬০ রান করে আউট হয়ে যাচ্ছে। এটার সমালোচনা করে ম্যাকেঞ্জি বলেন, ‘অনেক সময়ই কাউকে না কাউকে দেখেছি, তারা দলে থেকে পরের ম্যাচ খেলতে পেরেই সন্তুষ্ট। যা একদমই ঠিক কাজ নয়। মনে হয় তারা যেন দলে থাকাকেই বড় করে দেখে।’

নিজের লক্ষ্যের কথা জানিয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি চাই আমাদের ব্যাটসম্যানরা যেন বিশ্বসেরা ব্যাটসম্যান হতে প্রাণপন চেষ্টা করে। না হয়, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হওয়ার ইচ্ছে ভেতরে পুষতে হবে। আমরা উন্নতি করেছি। তবে হতাশা থেকেই যাচ্ছে।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন এক থেকে ৩ নম্বর ব্যাটসম্যান বেশি। তা উল্লেখ করে ম্যাকেঞ্জি বলেন, ‘আমাদের ব্যাটিং লাইন-আপে টপ অর্ডার ব্যাটসম্যান অনেক বেশি। আমার মনে হয় আমাদের দলের বর্তমান ব্যাটসম্যানদের বেশিরভাগ টপ অর্ডারে খেলতে অভ্যস্ত; কিন্তু তাদের খেলতে হচ্ছে ৪ থেকে ৬ নম্বরে। যেটা সহজ কাজ নয়। সেটা খেলতে ভিন্ন মানসিকতা ও অ্যাপ্রোচ লাগে। মিডল অর্ডারে খেলার স্টাইলটা রপ্ত করতে হবে। খেলা ধরে খেলতে হবে। রানের চাকা সচল রাখার কাজটাও করতে হয়। তারপর বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করতে হবে।’

Bootstrap Image Preview