Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১২:৫৪ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১২:৫৪ PM

bdmorning Image Preview


আগেরদিনই ভ্যালেন্সিয়ার কাছে হার দিয়ে সমস্যার আরও গভীরে প্রবেশ করেছিল বার্সেলোনা। নতুন কোচ সেতিয়েনের অধীনে এই হার লা লিগার শীর্ষস্থান থেকে বার্সার পড়ে যাওয়ারই ইঙ্গিত ছিল। সঙ্গে বাকি ছিল শুধু রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিকতা।

রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে সেই আনুষ্ঠানিকতাও সেরে নিলো জিনেদিন জিদানের শিষ্যরা। ১-০ গোলে ভায়াদোয়িদকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেলো রিয়াল মাদ্রিদ।

২১ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৪৬। সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৩। অর্থ্যাৎ, বার্সার চেয়ে স্পষ্ট ৩ পয়েন্ট এগিয়ে গেলো রিয়াল। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া এফসি।

তবে রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে হোঁচটই খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। জিদানের দলকে ম্যাচের শেষ দিকে এসে উদ্ধার করেন নাচো। ৭৮ মিনিটে তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লজ ব্লাঙ্কোজরা।

লা লিগায় আগের তিনটি ম্যাচে অপরাজিত ছিল ভায়াদোয়িদ। দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি। এ কারণে নিজেদের মাঠে রিয়ালের বেশ বড় পরীক্ষাই নিয়েছিল তারা। ম্যাচের প্রথমার্ধে দু’দলই গোলের একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

করিম বেনজেমা একবার ভায়াদোয়িদের গোলরক্ষককে বক্সের মধ্যে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। টনি ক্রসের ফ্রি-কিক থেকে হেডে একবার প্রতিপক্ষের জালে বল জড়ান ক্যাসেমিরো। তবে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করে দেন অফ-সাইডের জন্য।

শেষ পর্যন্ত ম্যাচের ৭৮ মিনিটে নাচোর মাথা থেকে আসে কাঙ্খিত গোল। টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করে দলকে জয় এনে দেন তিনি। চলতি মৌসুমে নাচোর এটি প্রথম লিগ গোল। এই নিয়ে লিগের শেষ ১২ ম্যাচে টানা অপরাজিত থাকল রিয়াল।

দারুণ টেনশনের ম্যাচের পর জিদান গোলদাতা নাচোর প্রশংসা করে বলেন, ‘নাচো দুর্দান্ত এক পেশাদার ফুটবলার। সে জানতো কোন জায়গাটা সবচেয়ে ভালো, কোন জায়গা থেকে গোল করা সম্ভব হবে। সব সময়ই তৎপর থাকে সে এবং ম্যাচের সময় তার এই তৎপরতা দারুণ কাজে লাগে। আজ তার গোলে আমি দারুণ খুশি। কারণ, অনেক সময় এমনটা তার কাছ থেকে আসে না। আজ আসলো।’

Bootstrap Image Preview