Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি নিলামের গাড়িতে ৯৪ হাজার ইয়াবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৯:১২ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৯:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কাজ তাদের মাদক নিয়ন্ত্রণ করা। সেই তাদেরই নিলামে তোলা গাড়িতে পাওয়া গেল ৯৪ হাজার ইয়াবা ট্যাবলেট! থাইল্যান্ডের মাদকবিরোধী কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে।

বিবিসি জানিয়েছে, গত বছর মাদক মামলার আওতায় হোন্ডা সিআর-ভি মডেলের গাড়িটি আটক করে থাই কর্তৃপক্ষ। চলতি মাসে সেটি নিলামে ১৯ হাজার ডলারে বিক্রি হয়। গাড়িটি গ্যারেজে নেওয়ার পর এক মেকানিকের চোখ কপালে ওঠে। বামপারের ভেতর ৯৪ হাজার ট্যাবলেট পান তিনি।

কর্তৃপক্ষ এই ঘটনায় ক্ষমা চেয়ে বলেছে, ‘প্রতিটি গাড়ি আমরা ভালো করে পরীক্ষা করি। এটিও করা হয়েছিল। কিন্তু এমন জায়গায় ট্যাবলেটগুলো ছিল, যেখানে আমাদের চোখ যায়নি।’ গাড়িটি যখন আটক করা হয়, তখন পেছনের সিট থেকে আরও এক লাখ ইয়াবা পাওয়া যায়।

Bootstrap Image Preview