Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে ময়ূর খুঁজতে এলাহি কাণ্ড, যৌথ অভিযান পরিচালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৭:২২ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৭:২২ PM

bdmorning Image Preview


নীলফামারীর কিশোরগঞ্জে ময়ূর পাখি খুঁজতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। শনিবার রাতে শহরের টেলিফোন অফিস সংলগ্ন গাছে অভিযান পরিচালিত হয়। উৎসুক জনতার টর্চ লাইটের আলোর ঝলকানিতে পাখি দুটি অচেনা গন্তব্যে উড়াল দেয়।

জানা গেছে, কিশোরগঞ্জ সদরের মুন্সিপাড়ার ডা. আবদুর রউফ বাদশার দুটি পোষা ময়ূর পাখি বাড়ি থেকে হারিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ওই স্থানে তরুল গাছের মগডালে তার পোষা ময়ূরের অবস্থান জানতে পান। সংবাদ পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও পুলিশ ময়ূর পাখি দুটি আটকের চেষ্টা চালায়।

এ সময় উৎসুক জনতা ভিড় জমায় ও হৈ-চৈ শুরু করে দেন। তাদের টর্চ লাইটের আলোর ঝলকানিতে ময়ূর দুটি অন্ধকারে ডানা মেলে অদৃশ্য হয়ে যায়। ডা. আবদুর রউফ বাদশা জানান, শখের বসে তিনি ৬০ হাজার টাকায় পাখি দুটি ক্রয় করে বাড়িতে পোষ মানিয়েছিলেন।

কিশোরগঞ্জ থানার এসআই জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview