Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, তিন বিশ্ববিদ্যালয়কে ৩০ লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৭:০৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৭:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্টের আপিল বিভাগ।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলোর আইন বিভাগে কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা

জরিমানার টাকা বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে দিতে বলা হয়েছে।

আদালত বলেন, এই টাকা পরিশোধের রশিদ আদালতে দাখিল করার পর ভর্তিকৃত অতিরিক্ত শিক্ষার্থীরা বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করণ পরীক্ষায় সুযোগ পাবেন। তবে ওই টাকা শিক্ষার্থীদের থেকে নেয়া যাবে না।

এর আগে তিন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। সে বিষয়টি জানিয়ে ২০১৯ সালের ১ অক্টোর বার কাউন্সিল এক নোটিশে জানায়, কোনো বেসরকারি বিশ্বাবদ্যালয় প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্খী ভর্তি করলে রেজিস্ট্রেশন দেয়া হবে না।

এরপর ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী বিভিন্ন সময়ে বার কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। সেসব আবেদনে হাইকোর্টে বিভিন্ন সময়ে রুল জারি করে এবং তাদের পরীক্ষা দেয়ার অনুমতি দেন। এর মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি, ইসলামীয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির তিনটি ঘটনায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বার কাউন্সিল।

২০১৯ সালের ২৭ অক্টোবর আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেন। এরপর বার কাউন্সিল ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে, যার নিষ্পত্তি করে আপিল বিভাগ রোববার তিন বিশ্ববিদ্যালয়কে জরিমানা করার নির্দেশ দিল। আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপিল বিভাগে এই আদেশ দিয়েছেন।

Bootstrap Image Preview