Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্কুলের জমি বাঁচাতে রাজপথে শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার গকুলনগর বাজারে বিশমাইল-গকুলনগর শাখা সড়কে এই মানববন্ধনে অংশ নেয় প্রায় হাজারো শিক্ষার্থী।

মানববন্ধনে গকুলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াদ আলী অভিযোগ করে বলেন, ১৯৭৩ সালে ১৭৯ শতাংশ জমি নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এরপর দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সুনামের সাথে এই স্কুলটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

কিন্তু সম্প্রতি একদল ভূমিদস্যু স্কুলের ৫৩ শতাংশ জমি নিজেদের দাবি করে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে করে স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক আলী বলেন, ঐতিহ্যবাহী তাদের এই স্কুলে প্রায় ১৩শ শিক্ষার্থী লেখাপড়া করে। কিন্তু ভূমিদস্যুদের নানা অপচেষ্টার কারণে এখানকার স্বাভাবিক শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটছে। তাই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

Bootstrap Image Preview