Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনজামাম-শোয়েবের সঙ্গ নিলেন বাংলাদেশ কোচ ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM

bdmorning Image Preview


প্রথম ম্যাচ থেকেই লাহোরের পিচ নিয়ে সমালোচনায় মুখর পাক ক্রিকেটাররা। বিশেষ করে পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক ইনজামাম উল হক ও রশিদ লতিফ উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

গাদ্দাফির উইকেট টি-টোয়েন্টির নয় বলে মন্তব্য করেছেন ইনজামাম। আরও একধাপ বাড়িয়ে পাক গতিতারকা শোয়েব আখতার বলেই ফেলেন, লাহোরের পিচ শতভাগ নিম্নমানের। মাঠে দর্শক কম আসার জন্য পিচকে দায়ী করেছেন তিনি।

এবার সাবেক পাক ক্রিকেটারদের সঙ্গে একই সুর মেলালেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। শোয়েব আখতারের মতো নিম্নমানের না বললেও লাহোরের উইকেটকে ‘গড়পড়তা’ মানের বললেন ডমিঙ্গো। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারের পর উইকেট নিয়ে এমন মন্তব্য করলেন ডমিঙ্গো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উইকেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, বলতে গেলে গড়পড়তা। এ ধরনের পিচে ব্যাট করা বেশ কঠিন। কারণ পিচে বল পড়ার পর যে গতি পায় তাতে টাইমিং করতে বেগ পোহাতে হয় অনেক। তাই এমন লো স্কোরিং রান হয়েছে। ’

তিনি বলেন, দ্বিতীয় ম্যাচে উইকেট কিছুটা ভালো দেখালেও আমাদের দলের অভিজ্ঞতার চাইতে তারুণ্যনির্ভর ব্যাটম্যান বেশি ছিল। এ উইকেটে অভিজ্ঞরা তুলনামূলক ভালো খেলে।

ডমিঙ্গোর আগে অবশ্য লাহোরের উইকেটের সমালোচনা করেছিলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

পাকিস্তানের কাছে প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসে উইকেটকে মন্থর বলে উল্লেখ করেছিলেন মাহমুদউল্লাহ।

এর আগে নিজের ইউটিউব চ্যানেলে এসে ইনজামাম কিউরেটরদের ভালো উইকেট বানানোর অনুরোধ জানিয়ে বলেছিলেন– ‘আমার কাছে কোনোভাবেই এটিকে টি-টোয়েন্টি ম্যাচ মনে হয়নি। কিউরেটরদের অনুরোধ করছি– তারা যেন ভালো পিচ বানায়। লোকজন টি-টোয়েন্টি ম্যাচে চার-ছক্কা দেখতে আসে। এই পিচটা এতই কঠিন ছিল যে ১৪২ রানকেও বিশাল লক্ষ্য মনে হচ্ছিল।’

Bootstrap Image Preview