Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শুক্রবার, অক্টোবার ২০২০ | ১৫ কার্তিক ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাস নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করল ডব্লিউএইচও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১২:২৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১২:২৫ PM

bdmorning Image Preview


পার্শ্ববর্তী দেশ নেপালেও পাওয়া গেছে করোনাভাইরাস আক্রান্ত একজনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গতকাল মধ্যরাত পর্যন্ত কোথায় কতজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে নভেল করোনাভাইরাস তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কেন্দ্রীয় দপ্তর থেকে কালের কণ্ঠকে পাঠানো ই-মেইল বার্তায়।

আজ রবিবার ভোররাত ৩ টা ৫২ মিনিটে এই ইমেইল পাওয়া গেছে।

ডব্লিউএইচওর এই প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বের ১০টি দেশে ১৯৬৫ জন সন্দেহজনক ভাইরাস আক্রান্তের মধ্যে ১৩২০ জনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোবেল করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন গতকাল পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১২৯৭ জন চীনে (হংকং, মাকু ও তাইপেসহ) এছাড়া আমেরিকায় দুইজন, ফ্রান্সে ৩ জন  কোরিয়ায় ২ জন ভিয়েতনামে ২ জন থাইল্যান্ডে ৪ জন সিঙ্গাপুরে ৩ জন, অস্ট্রেলিয়া ৩, জাপানে ৩ জন সর্বশেষ নেপালে একজনকে সনাক্ত করা হয়েছে।

এদিকে ভারতে করোনাভাইরাস আক্রান্তের তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের বিষয় কোনো তথ্য প্রকাশ করেনি। বাংলাদেশ পর্যন্ত কোন করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সন্ধান মিলেনি বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

Bootstrap Image Preview