Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটার কার্ডে স্বামীর নাম ‘হসপিটাল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১১:৫৮ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১১:৫৮ AM

bdmorning Image Preview


ভোটার কার্ডে স্বামীর নাম এসেছে ‘হসপিটাল’! এমনটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্ত্রী। এই ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের বাবলাবোনায়।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম উনজিলা বিবি। বাড়ি ডোমকলের রমনা শেখপাড়ায়। ভোটার তালিকায় তার স্বামীর নাম হয়ে গিয়েছে ডোমকল হসপিটাল।

উনজিলা বিবি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতালে গেলে ওষুধ নেই, ডাক্তারের দেখা মেলে না। আর ভোটার কার্ডে স্বামীর নাম কিনা হয়ে গেলো ডোমকল হসপিটাল!’

তার দাবি, এত দিন ভুল ছিল তার ২০ বছরের পুরনো পাড়ার নাম। নতুন ভোটার তালিকায় সেটা সংশোধন হয়েছে। তবে এবার স্বামীর নামই বদলে গিয়েছে। মতিউর শেখ থেকে হয়ে গিয়েছেন ডোমকল হাসপাতাল।

ওই প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে এভাবে ভোটার থেকে আধার কার্ডে ভুলের ছড়াছড়ি। কোথাও পুরুষ নামের পাশে নারীর ছবি। আবার কোথাও নারীর নামের উপরে পুরুষের ছবি। যা নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এসব গ্রামের মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামপুরের মোল্লাডাঙার আসরফ মণ্ডলের হাইকোর্টে মামলা করার অভ্যাস ছিল। তিনি আধার কার্ড হাতে পেয়ে চমকে উঠেছেন। সেখানে স্পষ্ট লেখা রয়েছে ‘হাইকোর্ট মণ্ডল!’

ডোমকলের মহকুমাশাসক সন্দীপ ঘোষ বলছেন, ‘আধার কার্ডের ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই। সংশোধন যেখানে হচ্ছে সেখানে গিয়েই আবেদন করতে হবে।’

Bootstrap Image Preview