Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেনে নিন ধূমপান হালাল, হারাম নাকি মাকরুহ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০৯:৫৬ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন : ধূমপান করা হালাল, হারাম নাকি মাকরুহ? সেই সঙ্গে তামাক দ্বারা প্রস্তুতকৃত জর্দা, গুল ইত্যাদির বিধান কী?

 —মো. জালাল উদ্দীন, গাইবান্ধা।

উত্তর : ডাক্তারদের ঐকমত্যে ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় তা মাকরুহ। তা ছাড়া এতে মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় সহচর মানুষ ও ফেরেশতাদের কষ্ট হয়ে থাকে। তদ্রুপ তামাক দ্বারা প্রস্তুতকৃত জর্দা, গুল ইত্যাদিও ডাক্তারদের মতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহারযোগ্য। (আদ্দুররুল মুখতার : ৬/৪৬০, আহসানুল ফাতাওয়া : ৮/১১০, আফকে মাসায়েল আউর উনকা হল : ৭/১৮২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ১১/৪০৬-৪০৯)

সুত্রঃ কালের কণ্ঠ

Bootstrap Image Preview