Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতে পাকিস্তানি পতাকা পরনে সালোয়ার কুর্তা, কণ্ঠে ‘বাংলাদেশ জিন্দাবাদ’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০৮:৩৯ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০৮:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে স্বরুপে ফিরে আসবে টাইগাররা, এমন আশাই ছিল বাংলাদেশের সমর্থকদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগের হতশ্রী পারফরম্যান্সে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো মাহমুদউল্লাহরা। বাংলাদেশের ১৩৬ রানের মামুলি স্কোরের জবাবে ২০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছায় পাকিস্তান। বাংলাদেশ হারে ৯ উইকেটে।

তবে খেলা চলাকালীন বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে দেখা গেছে পাকিস্তানিদের। দেখা গেছে, মাথায় পাগড়ি, পরনে পাকিস্তানি সালোয়ার কুর্তা, হাতে পাকিস্তানি পতাকা নিয়ে তারা , ‘বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ’।

২৪ জানুয়ারি, শুক্রবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের সামনে চার সমর্থককে দেখা গেল এমন স্লোগান দিচ্ছেন। একবার বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ’ এই স্লোগানের তারা দুই দলের জন্য শুভকামনা জানাচ্ছেন।

নিরাপত্তা নিয়ে সংশয় ছিল, কিন্তু সব সংশয় পেছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল এসেছে পাকিস্তানে। মূলত; সেজন্য তারা ধন্যবাদ দিচ্ছেন বাংলাদেশকে। ফলে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আবার ধারাবাহিকতা পাচ্ছে, সে কৃতজ্ঞতা দেখা গেছে টুইটারেও।

টুইটারে অনেক পাকিস্ততানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছেন তাদের দেশে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য। দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান ক্রিকেট বোড কোনো বিদেশি দলকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে তাদের দেশে নিতে পেরেছে এতে আনন্দিত সে দেশের মানুষ।

Bootstrap Image Preview