Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ আমাদের জন্য বড় শিক্ষা: বাণিজ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০৮:১৭ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০৮:১৭ PM

bdmorning Image Preview


বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য টিপু মুনশি বলেছেন, ভারতে পেঁয়াজের দাম আমাদের দেশের চেয়ে বেশি ওঠেছিল। তাই তারা পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টি আমাদের আগে থেকে জানানো উচিত ছিল। ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়টি আমাদের জন্য বড় শিক্ষা।

শনিবার সকালে রংপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশজ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা যাতে দাম পান, সে চেষ্টা করব। এনিয়ে কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে। আর সীমান্তের ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটছে। সমস্যা সমাধানে উভয়পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। এসব বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

রমজান মাসে নিত্য পণ্যের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন রমজান মাসে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই। কারণ গত রমজানে টিসিবিতে তেলের মজুদ ছিল তিন হাজার মেট্রিক টন। এবার আমরা তার চেয়ে প্রায় ২০ গুণ বেশি অর্থাৎ ৫০ হাজার টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

তিনি বলেন, ‘আমাদের যে পরিমাণ চিনি আছে, তাতে রমজানে ঘাটতি হবে না। ওই সময় নতুন পেঁয়াজও উঠে যাবে, আবার আমদানিও করা হবে। সব মিলিয়ে রমজানে এসব পণ্যের সংকট হবে না বলে আশা করছি।’

Bootstrap Image Preview