Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২০২১সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না পকিস্তানও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০১:৩৬ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০১:৩৬ PM

bdmorning Image Preview


সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজটি সম্পন্ন হবে তিন ভাগ। যদিও গুঞ্জন উঠেছিল এশিয়া কাপ আয়োজনের সুযোগের বিনিময়ে পাকিস্তান সফরে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে পিসিবি সম্প্রতি এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে।

জানিয়েছে বাংলাদেশের সাথে তাদের কোনো রকম চুক্তি হয়নি। ফলে, ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী তারা। তবে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ ভারত। যে কারণে পিসিবি চাইছে দুই ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করতে।

পাকিস্তান এবং দুবাই অথবা আবু ধাবি মিলিয়ে চলতি বছর এশিয়া কাপ আয়োজন করার চিন্তা ভাবনা করছে পিসিবি। কিন্তু ভারত যদি তাতেও রাজি না হয়, তাহলে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এমনটাই জানিয়েছে। তিনি বলেন, আমরা আপাতত দুই ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করার চিন্তা ভাবনা করছি। ভারত যদি তারপরও রাজি না হয় তাহলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবো না আমরাও। 

সূচি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আগামী আসর আয়োজিত হওয়ার কথা। কিন্তু ভারত সেখানে যেতে রাজি না। তাই গুঞ্জন উঠেছিল বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপের পরবর্তী আসর। 

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে খেলার বিনিময়ে তাদের এশিয়া কাপের আয়োজন স্বত্ব ছেড়ে দেওয়া হবে- এমন কোনো চুক্তি হয়নি।' পিসিবি অন্য কোনো দেশে এশিয়া কাপ আয়োজন ছেড়ে দেওয়ার অধিকার রাখে না। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজন এবং আয়োজক দেশ বেছে নেওয়ার ক্ষমতা কেবল তাদেরই আছে।’ আরও যোগ করেন তিনি। 

Bootstrap Image Preview