Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বর্ষ সেরা ক্রীড়াবিদ আরচার রোমান সানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৯:৩৭ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির(বিএসপিএ) বর্ষ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন দেশ সেরা আরচার রোমান সানা।ক্রীড়ানুরাগীদের সরাসরি ভোটে ২০১৯ সালের বর্ষ সেরা ‘পপুলার চয়েজ এ্যাওয়ার্ড’ পুরস্কারটিও লাভ করেন রোমান সানা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে আজ বিএসপিরএ’র নিয়মিত আয়োজন ‘কুল বিএসপিএ পুরস্কার ২০১৯’ তুলে দেয়া হয়।

বিএসপিএ সভাপতি মোস্তা মামুনের সভাপতিত্বে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরি এবং এআইপিএ এশিয়ার সভাপতি সাত্তাম আলসেহালি অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থি ছিলেন এবং বর্ষ সেরা ক্রীড়া বিদদের নাম ঘোষণা করেন এবং পুরস্কার তুলে দেন।

বর্ষসেরা ক্রীড়াবিদ : রোমান সানা (আরচারি)। পপুলার চয়েজ অ্যাওয়াড:রোমান সানা (আরচারি)। বর্ষসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার জামাল ভুঁইয়া, বর্ষসেরা আরচার রোমান সানা, বর্ষসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, বর্ষসেরা কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা, বর্ষসেরা ফেন্সার ফাতেমা মুজিব, উদীয়মান ক্রীড়াবিদ ইতি খাতুন (আরচারি), বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় দীপু চাকমা, বর্ষসেরা কোচ মার্টিন ফ্রেডরিক, বর্ষসেরা সংগঠক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব (দু’জন) রফিক উল্যাহ আখতার মিলন এবং তাজুল ইসলাম, বিশেষ সম্মাননা আব্দুল জলিল, বর্ষসেরা পৃষ্ঠপোষক: সিটি গ্রুপ।

Bootstrap Image Preview