Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৬:৩৯ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৭:০৮ PM

bdmorning Image Preview


স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারলো বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ের শুরুতে তামিম ও নাঈম মিলে ৬২ রানের জুটি গড়েন। এই দুই ওপেনারের শুরুটা ভালো হলেও তাঁরা কচ্ছপ গতিতে রান করতে থাকেন।তামিম ৩৪ বলে ৩৯ ও নাঈম ৪১ বলে করেন ৪৩ রান। 

এরপর লিটন,সৌম্য , মাহমুদউল্লাহ কেউ আর বড় ইনিংস খেলতে পারেননি। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

১৪২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। কিন্তু তাতে দমে যায় না পাক ব্যাটসম্যানরা। দলের হয়ে ৫৮ রানের দুর্দান্ত এই ইনিংস খেলে জয় তুলে নেন শোয়েব মালিক। এছাড়াও আহসান আলী করেন ৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১৪১/৫ (২০ ওভার) (নাঈম ৪৩, তামিম ৩৯; আফ্রিদি ১/২৩)

পাকিস্তানঃ ১৪২/৫ (১৯.৩ ওভার) (মালিক ৫৮*, আহসান ৩৬; শফিউল ২/২৭)

Bootstrap Image Preview