Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১৫ ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডারসহ ১৬ জামায়াত নেতাকর্মী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৬:১৬ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৬:১৬ PM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫টি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডারসহ জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চরমোহনপুর এলাকার একটি আমবাগানে অভিযানে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালীন ওই ১৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের নামোশংকরবাটি বড়িপাড়া এলাকার ওমর আলীর ছেলে মামলত হোসেন(৪৪), নামোশংকরবাটি ঘটিয়ালপাড়া এলাকার মৃত আসাদ আলীর ছেলে মৃত এহসান আলী(৭২), একই এলাকার মৃত মইনউদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন(৬৩), মহাডাঙ্গা এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মোমিন ইসলাম(২৫), একই এলাকার মঞ্জুর আলীর ছেলে তুকচামারুল হক(৩২) ও আব্দুর রহমানের ছেলে মাসুদ আলম(৪৮), বড়িপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল হাদি ওরফে হাবিব(৫২), ঘটিয়ালপাড়া এলাকার মৃত রিয়াজুদ্দিনের ছেলে মো. ইব্রাহীম(৫২), একই এলাকার ইমদাদুল হকের ছেলে মিনহাজ উদ্দিন(৩৫), উপররাজারামপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে আব্দুল কাদির(৩৫), ভবানীপুর এলাকার মৃত মহসিন হোসেনের ছেলে আমিরুল ইসলাম(৫৫), একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মফিজুর রহমান(৫১), চরমোহনপুরের মো. মোজাম্মেলের ছেলে ফারুক হোসেন(৪০), মোহনপুর এলাকার মৃত মন্তাজ আলীর ছেলে শাহজাহান আলী(৫২), কালিনগরের আজাহার আলীর ছেলে ইসলাফিল হক(২৯) ও চরইসলামাবাদচড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে আব্দুল মালেক(৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউর রহমান শুক্রবার বিকেল সোয়া ৫টায় বলেন, গোপন খবরের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে মোহনপুর এলাকা থেকে ১৬ জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফজত থেকে উদ্ধার হয়েছে ১৫ ককটেল ও আধাকেজি গান পাউডার। এদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview