Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বহুল প্রতীক্ষিত লড়াইয়ে রউফ-আহসানের অভিষেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৩:৩৭ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


অবশেষে মাঠে গড়াল পাকিস্তান-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নেমেছে দুই দল। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে আগে বোলিং করবে বাবর আজমের পাকিস্তান।

বহুল প্রতীক্ষিত এ লড়াইয়ে পাক ব্রিগেডের হয়ে অভিষেক হয়েছে দুই তরুণ ক্রিকেটারের। টাইগারদের বিপক্ষে খেলছেন ওপেনিং ব্যাটসম্যান আহসান আলি এবং পেসার হারিস রউফ। সব মিলিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছেন স্বাগতিকরা।

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। তাতে ২-০ ব্যবধানে হারেন বাবর বাহিনী। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাক স্কোয়াডে এসেছিল ব্যাপক পরিবর্তন।

দলে ফেরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। চোট কাটিয়ে ঢুকেন তরুণ পেস সেনসেশন শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও খেলছেন এ ত্রয়ী।

গ্রিন জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রহর গুনছিলেন রউফ। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে আলো ছড়িয়ে পাকিস্তান ক্রিকেটের আলোচনায় ছিলেন তিনি। অবশেষে জাতীয় দলের টুপি মাথায় চড়ালেন তিনি।

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলো আহসানের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম করে পাকিস্তান নির্বাচকদের নজরে ছিলেন তিনি। বিগ হিট খেলতে তার হাত সিদ্ধহস্ত। বাংলাদেশের বিপক্ষেই এ দুজনের অভিষেক হওয়ার কথা ছিল। অবশেষে হলোও তাই।

পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

Bootstrap Image Preview