Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিএলের ফাইনাল সরাসরি সম্প্রচারের চেষ্টায় বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০২:১৪ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০২:১৪ PM

bdmorning Image Preview


আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। স্পন্সরের দাবির পরিপ্রেক্ষিতে বিসিএলের ফাইনাল ম্যাচটি টিভিতে সম্প্রচারের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের প্রথম শ্রেণির ম্যাচ অথবা ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচই টিভিতে সম্প্রচারিত হয় না। এ কারণে স্পন্সররাও তেমন বেশি লাভ করতে পারেন না। বৃহস্পতিবার বিসিএলের স্পন্সর ওয়ালটনের সঙ্গে সভায় বসেছে বিসিবি। সভায় বিসিবির কাছে নিজেদের চাহিদা তুলে ধরে ওয়ালটন কতৃপক্ষ।

ওয়ালটনের হয়ে উদয় হাকিম মিডিয়াকে বলেন, 'বিসিএল থেকে আমাদের প্রাপ্তির জায়গা বেশ কম। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমরা এই টুর্নামেন্টটি খেলে থাকি। খেলাটা যদি টিভিতে সরাসরি সম্প্রচারিত হতো তাহলে এর একটা লভ্যাংশ আমরা পেতাম। তো সেই দাবি আমরা আজকেও তুলেছি।'

এই ব্যাপারে ইতিবাচক মনোভাব আছে বিসিবিরও। ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচারের চেষ্টায় থাকবে বিসিবি, মিডিয়াকে জানিয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুযোগ।

তিনি বলেন, 'আমরা যেমন আজকে এটি নিয়ে কথা বলছিলাম যে সরাসরি সম্প্রচার করা যায় কিনা। এটা করতে পারলে ওনাদের এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। এটা তরুণ ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য রাখছি যে কিভাবে কি করতে পারি।

যদিও সময় আমাদের হাতে বেশি নেই। তবে আমি যেটা প্রথমেই বললাম যে আমি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান না। এরপরেও এই সাতদিনের মধ্যে আমি চেষ্টা করবো কতটা কি করতে পারি। একটা ম্যাচও যদি আমরা টিভিতে দেখাতে পারি, অর্থাৎ ফাইনালটি- সেটাও একটা বড় ব্যাপার হবে।'

Bootstrap Image Preview