Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিএলকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০১:১২ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০১:১২ PM

bdmorning Image Preview


বছরের শুরুর ভাগেই সাধারণত ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়ে থাকে। গত কয়েক বছর ধরে সেটাই দেখা গিয়েছে। এবার বছরের শুরুর ভাগে ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে না। ওয়ানডে ফরম্যাটের এই আসরটির বদলে আগামী ৩১ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট সিরিজ থাকার কারণেই বিসিএলকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। এই সিরিজ খেলে দেশে ফিরে আসলেও অল্প সময়ের ব্যবধানে পাকিস্তানের মাটিতে দুই দফায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর মাঝে জিম্বাবুয়ের বিপক্ষেও ঘরের মাটিতে একটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। নিকটবর্তী সময়ে তিনটি টেস্ট ম্যাচ থাকায় বিসিএলকেই প্রাধান্য দিচ্ছে বিসিবি।

বৃহস্পতিবার বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মিডিয়াকে বলেন, 'আমরা তিনভাগে পাকিস্তানে যাচ্ছি। টেস্টের আগে তো আমাদের কোনো প্রস্তুতি নেই। মাত্রই টি-টোয়েন্টি ফরম্যাট খেললাম, আবার যদি ৫০ ওভারের ক্রিকেটও খেলি তাহলে আমাদের প্রস্তুতি ঠিকমতো হচ্ছে না। এরমধ্যে আমরা তিনটি টেস্ট ম্যাচ খেলতাম, যেটি আমি মনে করি বাংলাদেশের জন্য টেস্টে ভালো করা অনেক গুরুত্বপূর্ণ।

দুটি টেস্টের মাঝে জিম্বাবুয়ের বিপক্ষেও একটি টেস্ট ম্যাচ আছে। আমি বিশ্বাস করি ছেলেরা যদি এই ফরম্যাটে খেলতে পারে (বিসিএল), আর সময়ের একটি ব্যাপারও এবার থাকছে, একই সঙ্গে আবহাওয়ার ব্যাপার আছে। সবকিছু চিন্তা করে আমরা বিসিএল এই সময়টায় খেলা আদর্শ হবে বলে মনে করেছি। 

প্রিমিয়ার লিগ কবে অনুষ্ঠিত হবে সেটা এখনো চূড়ান্ত করেনি বিসিবি। আপাতত বিসিবির সমস্ত পরিকল্পনা সাদা পোশাকের ক্রিকেট নিয়ে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'প্রিমিয়ার লিগে আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমি মনে করি যে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে ছেলেরা একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে। সেটাও আমার মনে হয় ছোট হলেও টেস্টের আগে এই ম্যাচটি একটি ভালো প্রস্তুতি হবে।

এই দুই টেস্টের আগে যদি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পায় তাহলে ছেলেদের জন্যই ভালো। সাতদিনের অনুশীলনের চেয়ে যদি দুটি ইনিংসেও ব্যাট করতে পারে সেটা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য কাজে আসবে। আমরা এটাই চিন্তা করছি। অবশ্যই আমরা চাই যে বিসিএল টুর্নামেন্টে জাতীয় দলের সব ক্রিকেটার খেলুক কিংবা অংশ নিক।'

Bootstrap Image Preview