Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেবাগের মাথায় চুলের চেয়ে আমার টাকা বেশি: শোয়েব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০৩:২৩ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০৩:২৩ PM

bdmorning Image Preview


'বীরেন্দ্র শেবাগের মাথায় চুলের চেয়ে আমার বেশি টাকা আছে' এমন বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। শেবাগের পুরনো এক ভিডিওতে তাঁকে নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রতি একথা বলেছেন শোয়েব আখতার। যদিও এটাকে স্রেফ রসিকতা হিসেবেই ধরতে বলেছেন তিনি।

২০১৬ সালে একটি কমেডি অনুষ্ঠানে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান শেবাগ বলেছিলেন, 'শোয়েব আখতারের এখন ভারতে ব্যবসার প্রয়োজন। তাই ও আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। আমাদের তাই এতো প্রশংসা করছে। শোয়েব আখতারের যেকোনো সাক্ষাৎকারে আপনারা দেখবেন যে ভারতের প্রশংসা করে কথা বলছে। যখন খেলত, তখন কিন্তু এগুলো বলত না।'

তিন বছরের পুরনো শেবাগের সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই মন্তব্যের প্রেক্ষিতে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, 'আমার বন্ধু শেবাগের একটা পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। আপনারা জানেন, শেবাগ খুবই সাধারণ। সে সিরিয়াস নয় এমন ভঙ্গিতে কথা বলে। কিন্তু ও বলেছে যে টাকা পাওয়ার জন্য শোয়েব আখতার ভারতের প্রশংসা করে। কিন্তু কারো সম্পদের পরিমাণ আল্লার উপর নির্ভর করে, ভারতের উপর নয়।'

শুধু তাই নয়, তিনি আরও বলেন, 'শেবাগের মাথায় যত চুল রয়েছে, তার চেয়ে আমার টাকার পরিমাণ সম্ভবত বেশি। আমি এটা মজার ছলে বললাম। দয়া করে, এটাকে জোক হিসেবেই ধরবেন। বীরু, এটা কিন্তু জোক। এটাকে রসিকতা হিসেবেই থাকতে দাও।'

দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল। লোকের ধারণা ইউটিউবের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে শোয়েব আখতার। কিন্তু শোয়েব জানিয়েছেন, ইউটিউব নয়, পাকিস্তানের হয়ে খেলার কারণেই বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছেন তিনি।

তাঁর এই জনপ্রিয়তা অনেকের হজম করতে সমস্যা হচ্ছে বলেও জানান পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫ টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই পেসার।

Bootstrap Image Preview