Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাথিউজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১২:৪৩ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১২:৪৩ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে টেস্ট ফিরেছে। হারারেতে টেস্টের প্রথম দুইদিন জিম্বাবুয়ে বেশ স্বস্তিতেই ছিল। প্রস্তর যুগের ব্যাটিংয়ে লঙ্কান বোলারদের বিরক্ত করে ফেলেছিল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৯৫ রান (চোটের কারণে এক ব্যাটসম্যান নামতে পারেননি) তোলার পর দ্বিতীয় দিনশেষে ৪২ রানে শ্রীলঙ্কার ১টি উইকেটও তুলে নিয়েছিল জিম্বাবুয়ে।

কিন্তু তৃতীয় দিন থেকেই পাশার দান উল্টে যাওয়া শুরু। জিম্বাবুয়ের বোলারদের হতাশা উপহার দেন কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলারা। কুশল মেন্ডিস ৮০ রান করে আউট হন। ধনঞ্জয়া আর ডিকওয়েলা করেন সমান ৬৩ রান করে।

তবে চার নম্বরে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজ একটা প্রান্তে দেয়াল হয়েই রয়ে যান। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। চতুর্থ দিনে এসে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। তার দেয়াল ভাঙতে পারেননি জিম্বাবুয়ের কোনো বোলার।

ম্যাথিউজের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরই নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা। ৯ উইকেটে তারা তুলেছে ৫১৫ রান। প্রথম ইনিংসে লিড নিয়েছে ২১৮ রানের।

৪৬৮ বলে ২০০ রানের হার না মানা ইনিংসটিতে ম্যাথিউজ ১৬ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। এটিই তার ক্যারিয়ারসেরা ইনিংস। লঙ্কান দলের সাবেক অধিনায়কের এর আগে ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১৬০ রানের। ২০১৪ সালের জুনে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন সে ইনিংসটি।

Bootstrap Image Preview