Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে চুরির ভয়ে গরু নিয়ে এক ঘরে বসবাস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১২:৩৩ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১২:৩৩ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবেড় গ্রামে চোরের ভয়ে গরু নিয়ে একই ঘরে বাস করছেন দুই হতদরিদ্র পরিবার। গত এক মাস ধরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের গ্রামগুলোতে গরুচোর আতঙ্ক বিরাজ করায় রেহাইশুড়িবেড় গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন এবং আল আমিন নিজেদের শোবার ঘরে গরু নিয়ে গত এক সপ্তাহ যাবৎ বাস করছেন।

জানা গেছে, রেহাইশুড়িবেড় গ্রামের কৃষক সুলতান ব্যাংক থেকে ঋণ নিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকায় দুটো বিদেশি জাতের গরু কেনেন। গত শনিবার রাতে তার দুটো গরুই চুরি হয়ে যায়। দুইদিন পরে রাতে একই গ্রামের মান্নান শেখের দেড় লাখ টাকা দামের একটি গরু এবং পানাগাড়ী গ্রামের শ্যামল হোসেন এর একটা গাভী ও দুইটা বলদ গরু চুরি হয়।

এই চুরির পরদিন জোড়গাছা গ্রামের সিরাজ মিয়ার গোয়ালে চোরের দল হানা দেয়। এসময় লোকজন দেখে ফেলায় গরু রেখে চোরের দল পালিয়ে যায়।এই ঘটনার পর থেকে কৃষক তোফাজ্জল ও আল আমিন নিজেদের শোবার ঘরে গরু নিয়ে বসবাস করছেন।

তোফাজ্জলের স্ত্রী ইয়াসমীন (৩০) জানান, “গত শনিবার রাতে চোরের দল আমাদের ষাঁড় গরুটি নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের ডাক-চীৎকার দেওয়ায় চোরেরা গরু রেখে পালিয়ে যায়। ভয় পেয়ে বাধ্য হয়ে গরু নিয়ে একঘরে থাকছি।”

তাদের প্রতিবেশি সুরুজ আলী (৬৫) জানান, “এলাকায় গরুচোর আতঙ্ক থাকায় আমি প্রতিরাতে দুই তিনবার উঠে গোয়ালঘর চেক করি।”

কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলে আশিক জানান, ‘গরু চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে আমাদের টহল জোরদার করেছি।’ এ সময় তিনি গরু মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন।

Bootstrap Image Preview