Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩ বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প : ওয়াশিংটন পোস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১২:১৬ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১২:১৬ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ বছরে ১৬ হাজারের বেশি বার মিথ্যা অথবা বিভ্রান্তিকর কথা বলেছেন। এসবের মধ্যে অবাস্তব কথাও রয়েছে।

ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের তিন বছর শেষে ফ্যাক্ট চেকার ডাটাবেজ বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ৩ বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন তার মধ্যে ১৬ হাজার ২৪১টি কথা মিথ্যাচার, অবাস্তবতা ও বিভ্রান্তিতে ভরপুর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। কেবল ২০১৯ সালে তার মিথ্যার সংখ্যা ছিল ৮ হাজার ১৫৫টি। এর আগে দুই বছরে মোট মিথ্যা বলেছিলেন ৮ হাজার ৬৮৮ বার।

ট্রাম্পের এসব মিথ্যা কথার বেশির ভাগই ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, চাকরি, দেশের অর্থনীতি, ইউক্রেন ও অভিশংসন সম্পর্কে।

সেইসঙ্গে ট্রাম্প টুইটারের যেসব বিষয় নিয়ে টুইট করতেন তার ২০ শতাংশই মিথ্যা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Bootstrap Image Preview