Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের কর্মীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১১:৪৬ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১১:৪৬ AM

bdmorning Image Preview


সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মোড়ল (২৫) নামে এক পল্লী বিদ্যুতের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফারুক মোড়ল পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।

বুধবার পাটকেলঘাটা থানার পুটিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, সকালে বিদ্যুত লাইন মেরামতের কাজ করছিলেন পল্লী বিদ্যুতের কর্মী ফারুক মোড়ল। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ তা বিচ্ছিন্ন করেনি। তারে হাত দেয়ার পরই ফারুক মোড়ল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

তবে এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

বিদ্যুৎ সংযোগ না থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হল কীভাবে- এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Bootstrap Image Preview