Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘আজাদি’ স্লোগান দিলেই ‘দেশদ্রোহী’: যোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ‘আজাদি’ স্লোগান দিলে তাদেরকে ‘দেশদ্রোহী’ বলে গণ্য করা হবে বলে হুশিয়ার দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শুধু তাই নয়, বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।বুধবার কানপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমাবেশে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ এ বার্তা দেন।

সম্প্রতি লখনৌয়ের বিখ্যাত ক্লক টাওয়ারের নিচে ধর্মভিত্তিক এই আইন বাতিলের দাবিতে লাখ লাখ মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে আন্দোলনকারীরা ‘আজাদি’ ‘আজাদি’ বলে স্লোগান দেন।

যোগী বলেন, আজাদি স্লোগান দেন তবে সেই বিষয়টিকে দেশদ্রোহিতার মতো অপরাধ বলে গণ্য করা হবে এবং সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

‘এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতেরই বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছেন যারা তাদের ছাড় দেয়া হবে না।’ উত্তরপ্রদেশে এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়েছে। আর প্রতিবারই পুলিশ সেই প্রতিবাদ-বিক্ষোভে হামলা করেছে।

Bootstrap Image Preview