Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশ দলকে বরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১০:৪৮ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১০:৪৮ AM

bdmorning Image Preview


পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে লাহোরে পৌঁছেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশ দলকে বরন করেছে পাকিস্তান।

বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চড়ে পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেয় বাংলাদেশ দল। মধ্যরাতে নিরাপদে লাহোরে গিয়ে পৌঁছে দলটি।

২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে মাহমুদউল্লাহর দল।

তিন দফা পাকিস্তান সফরের প্রথমটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। নিরাপত্তা শঙ্কার কারণে অনেক আলোচনা শেষে চূড়ান্ত হয়েছে এই সফর।

অবশ্য দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক এবং অন্যান্য ক্রিকেটাররা বলে গেছেন, তাঁদের ভাবনায় নেই নিরাপত্তা শঙ্কা। শুধুমাত্র ক্রিকেটে মনোযোগ থাকবে সবার।

পাকিস্তানে পৌঁছানো বাংলাদেশ দল বৃহস্পতিবার অনুশীলন করবে। সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না সফরকারী দল।

সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৫  এবং ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে হবে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে তিনটি ম্যাচই।

Bootstrap Image Preview