Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের বাংলাদেশির মাথায় গুলি করে লাশ ‘ফেলে গেলো’ বিএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ০৬:১৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ০৬:১৭ PM

bdmorning Image Preview


পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত হাসান আলী (২৫) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

মঙ্গলবার মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এলাকায় হাসানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিজিবির উপস্থিতিতে পঞ্চগড় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে হাসান আলীসহ ছয়-সাতজন বাংলাদেশি গরু আনতে মোমিনপাড়া সীমান্তে যায়। তাদের মধ্যে হাসান ভারতের বেরুবাড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের হাতে আটকা পড়েন এবং বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়। পরে তাঁকে গুলি করে হত্যার পর সীমান্ত পোল পার করে বাংলাদেশ অংশে ফেলে রেখে যায় বিএসএফ। তবে গরু আনতে হাসানের সঙ্গে আর কারা গিয়েছিল, তা জানাতে পারেনি তাঁর পরিবার।

হাসানের বাবা তবিবর রহমান বলেন, ‘আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে বিএসএফ ধরে নিয়ে তাদের দেশের প্রচলিত আইনে বিচার করুক। কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করল কেন? তারা যে গুলি করে হত্যার পর লাশ টেনেহিঁচড়ে ফেলে রেখে গেছে সে চিহ্নও আছে সেখানে।’

হাসানের বড় ভাই শাহাজাদ আলী বলেন, ‘ভোরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ পড়ে আছে। গুলিতে মাথার মগজ বের হয়ে গেছে। বিএসএফই এ ঘটনা ঘটিয়েছে।’

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘হাসানকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। তবে কারা হত্যা করেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের পর আমরা আপনাদের বিস্তারিত জানাতে পারব।’

Bootstrap Image Preview