Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তবু হ্যাটট্রিক হলো না রবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ০৩:০৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ০৩:০৩ PM

bdmorning Image Preview


বয়সভিত্তিক ও নারী ক্রিকেটে প্রায়ই দেখা যায় অদ্ভুত সব রেকর্ড। মূলতঃ দলগুলোর শক্তিমত্তার পার্থক্যের কারণেই হয়ে থাকে অকল্পনীয় সব কীর্তি। যা রীতিমতো সাড়া ফেলে দেয় ক্রিকেট বিশ্বে, কেড়ে নেয় সকলের মনোযোগ।

চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় যুব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছে ১৬টি দল। আসরের পঞ্চম দিনে ঘটেছে অবিশ্বাস্য সব ঘটনা। পঞ্চাশ ওভারের ওয়ানডে ম্যাচে ভারতীয় যুবারা জিতে গেছে মাত্র ২৯ বলে।

তারা পেছনে ফেলে দিয়েছে আগেরদিন ৪৬ বলে জয় পাওয়া অষ্ট্রেলিয়াকে। এর আগে গত শনিবার বাংলাদেশ নিজেদের প্রথম  ম্যাচ জিতেছিল মাত্র ৬৮ বলে।

এছাড়া টুর্নামেন্টের পঞ্চম দিন হ্যাট্রিক করেছেন বাংলাদেশের বাহাতি স্পিনার রাকিবুল, দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে রেকর্ডের পাতায় নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার নিম ইয়ং। একইদিন এসব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারতো ভারতের তরুণ লেগস্পিনার রবি বিষ্ণুর কীর্তি।

মঙ্গলবার জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৪১ রানে অলআউট করার পথে ৮ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রবি। এই ৪ উইকেটের প্রথম ২টি আবার ম্যাচে রবির করা প্রথম দুই বলে। যার সুবাদে বিশ্বকাপে টানা ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি দাঁড়ায় ১৯ বছর বয়সী এ লেগস্পিনারের।

কেননা রোববার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রবি নিজের করা শেষ ওভারের শেষ দুই বলে আউট করেছিলেন কাভিন্দু নাদিশাম ও আসিয়ান ড্যানিয়েলকে। আর আজ (মঙ্গলবার) ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে প্রথম দুই বলেই তিনি সাজঘরে পাঠিয়েছেন শু নোগুচি ও কাজুমাসা তাকাহাসিকে।

যার মানে দাঁড়ায় টানা চার বলে ৪টি উইকেট নিয়েছেন রবি বিষ্ণু। তবু হ্যাটট্রিক হয়নি তারা। বিশ্বকাপের পঞ্চম দিনের একমাত্র হ্যাটট্রিকম্যান বাংলাদেশের রাকিবুলই।

কেননা বিষ্ণু ৪ বলে ৪ উইকেট নিলেও, সেটি এক ম্যাচে হয়নি, নিয়েছেন দুইটি আলাদা ম্যাচে। আর হ্যাটট্রিকের নিয়মে বলা আছে, একই ম্যাচে তিন বলে তিনটি উইকেট নিলেই হবে হ্যাটট্রিক, অন্যথায় নয়। যে কারণে টানা চার বলে চার উইকেট নিয়েও হ্যাটট্রিক পাননি রবি বিষ্ণু।

Bootstrap Image Preview