Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লেভেল-১ ভঙ্গ করায় নিষিদ্ধ রাবাদা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১২:৫৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১২:৫৫ PM

bdmorning Image Preview


জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না কাগিসো রাবাদা। পোর্ট এলিজাবেথ টেস্টে আইসিসির নীতিমালার লেভেল-১ ভঙ্গ করেন দক্ষিণ আফ্রিকার এই পেস তারকা।

নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট গুনতে হয় রাবাদাকে। সিরিজের শেষ ম্যাচে নিষিদ্ধ হওয়ায় স্বভাবতই হতাশ এই প্রোটিয়া পেসার।

মিডিয়াকে তিনি বলেন, 'আমাকে নিষিদ্ধ করা সঠিক নাকি ভুল সেটা এখন কথা না। বাস্তবতা হচ্ছে আমি নিষিদ্ধ। এটা আমি আশা করিনি। আমি নিজেও হতাশ এবং আমি দলের মনস্তাত্ত্বিক অবস্থানকে নিচু করেছি।

এ কারণে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। তবে এর কারণে আমি কিছুটা বিশ্রাম পাচ্ছি এবং আমার খেলায় পুনরায় মনোনিবেশ করার সুযোগ পাচ্ছি।'

পোর্ট এলিজাবেথে টেস্টের প্রথম দিন ইংলিশ অধিনায়ক জো রুটকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ডানহাতি এই পেসার। এরপর উত্তেজনা ধরে রাখতে পারেননি রাবাদা। চিৎকার করতে করতে রুটের দিকে এগিয়ে যান তিনি।

তাঁর এমন উদযাপন যথাযথ মনে হয়নি মাঠে থাকা দুই আম্পায়ার রড টাকার ও ব্রুস অক্সেনফোর্ডের। তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসনেরও চোখ এড়ায়নি রাবাদার এমন উদযাপন। প্রোটিয়া এই পেসারের বিরুদ্ধে অভিযোগ আনেন এই তিন আম্পায়ার।

ম্যাচ রেফারি পাইক্রফট সত্যতা যাচাই করে শাস্তি দিয়েছেন রাবাদাকে। যে কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে তাঁর নামের পাশে।

২৪ মাসের মধ্যে চতুর্থ ডিমেরিট পয়েন্ট পেলেন রাবাদা। এ কারণে পরবর্তী টেস্ট ম্যাচটি খেলতে পারেন না ২৪ বছর বয়সী রাবাদা। আইসিসির নীতিমালার ২.৫ ধারা ভাঙেন প্রোটিয়া এই পেসার। নিজের দোষ স্বীকার করে নেন তিনি। ফলে শুনানির প্রয়োজন হয়নি।

Bootstrap Image Preview