Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ ম্যাচে খেলবেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১২:৪৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১২:৪৯ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী রাঙিয়ে রাখার উদ্দেশ্যে এরই মধ্যে নেয়া হয়েছে দারুণ সব উদ্যোগ। যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে।

এ ব্যাপারে বোর্ড সভাপতি পাপন জানিয়েছেন যেহেতু জাতির পিতার জন্মদিন মার্চ মাসে ১৭ তারিখ, তাই সে মাসেই এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হবে।

জানতে চাওয়া হয়, দুই দলে খেলবেন কারা? কেমন হবে দুই একাদশ?- এমন সব প্রশ্ন রাখা হলে বিসিবি সভাপতি জানান যে বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদেরকেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামানোর পরিকল্পনা করছে বিসিবি।

কিন্তু সমস্যা একটাই, নির্দিষ্ট সময়ে সব খেলোয়াড়দের পাওয়া যাবে কি-না সেটাই দেখার বিষয়। এ বিষয়ে খানিক চিন্তা থাকলেও বিসিবি সভাপতি আশাবাদী, সে সিরিজের সময় সব সেরা খেলোয়াড়দেরকেই পাওয়া যাবে।

এ ব্যাপারে পাপন বলেন, ‘খেলোয়াড়দের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা কেমন থাকবে তখন, সেটার ওপরেই নির্ভর করছে কাদের পাবো আমরা। আমি মনে করি তখন শুধুমাত্র দুইটা দল ব্যস্ত থাকবে। তবে তারা আবার টি-টোয়েন্টি খেলবে না। তাই সেসব দলের টি-টোয়েন্টি খেলোয়াড়দের পেতে পারি। বর্তমান সময়ের সেরাদের নিয়েই আয়োজনটা করতে চাচ্ছি। যেহেতু ম্যাচ দুইটির আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে, তাই সবাই এ ব্যাপারে সিরিয়াস থাকবে।’

Bootstrap Image Preview