Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ও সন্তুষ্ট রাকিবুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১২:০২ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১২:০২ PM

bdmorning Image Preview


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের রাকিবুল হাসান। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এমন বোলিংয়ের পর স্বাভাবিকভাবেই সন্তুষ্ট রাকিবুল। ম্যাচ শেষে জানিয়েছেনও সেটাই।

পচেফস্ট্রমে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুব দল। দুর্দান্ত বোলিং করে দলের জয়ে অবদান রেখেছেন ১৭ বছর বয়সী রকিবুল। ৫.৩ ওভার বোলিং করে ২০ রান খরচায় ৪ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।

ইনিংসের ২৪তম ওভারে এসে হ্যাটট্রিক করেন রাকিবুল। ওভারের তৃতীয় বলে ৭ রান করা কেস সাজ্জাদকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। এরপরের বলে লাইল রবার্টসনকে এলবিডাব্লিউ করে শূন্য রানে ফেরান ১৭ বছর বয়সী রাকিবুল। নতুন ব্যাটসম্যান হিসেবে নামা চার্লি পিটকে রানের খাতা খুলতে দেননি তিনি। বোল্ড করে ব্যক্তিগত হ্যাটট্রিক তুলে নেন বাংলাদেশের এই স্পিনার। ইনিংসের ৩১তম ওভারে এসে স্কটল্যান্ডের শেষ উইকেট তুলে নেন রাকিবুল।

ম্যাচ শেষে রাকিবুল বলেন, 'আমি অনেক খুশি আজ, ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছি। শুরু দিকে ভালো হয়নি, যখন উইকেট পাওয়া শুরু করলাম তখন আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি। এই কারণেই ভালো হয়েছে বোলিং। আমি খুশি আমার বোলিং নিয়ে।'

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরপর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে দলটি। শুক্রবার (২৪ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে প্রস্তুত বাংলাদেশের যুবারা।

রাকিবুল জানিয়েছেন, দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাসই পাকিস্তানের বিপক্ষে জেতাবে তাদের। ব্যাটসম্যান-বোলারদের ফর্মে থাকাকে দলের আশীর্বাদ মনে করছেন তিনি। 

হ্যাটট্রিক করা বাঁহাতি এই স্পিনার বলেন, 'এটা খুব ভালো যে ব্যাটসম্যানরা ভালো ছন্দে আছে এবং বোলাররাও খুব ভালো বোলিং করছে। দুইটা ম্যাচ পরপর জিতেছি। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব। আশা করি আমরা ওদের বিপক্ষে ভালো খেলব।'

Bootstrap Image Preview