Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক ধাওয়ানের জায়গায় ভারতের স্কোয়াডে দুই ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১১:৫৩ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১১:৫৩ AM

bdmorning Image Preview


কাঁধের ইনজুরির জন্য আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। ধাওয়ানের বদলি হিসেবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ভিন্ন দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন।

ধাওয়ানের বদলি হিসেবে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন সাঞ্জু স্যামসন আর ওয়ানডেতে তাঁর বদলি পৃথ্বী শ।মশুক্রবার (২৪ জানুয়ারি) অকল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

২০১৮ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন শ। বর্তমানে ভারতের 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড সফরে রয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। একটি প্রস্তুতি ম্যাচে ১০০ বলে ১৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।

এ ছাড়া কিছুদিন আগেই ভারতের জনপ্রিয় ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে ক্যারিয়ার সেরা ২০০ রানের ইনিংস খেলেছেন শ। গত বছরের নভেম্বরে ডপ টেস্টে পজেটিভ হয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ।

এরপর নিষিদ্ধও হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার ক্ষণ গুনছিলেন তিনি। এবার ধাওয়ানের চোটই তাঁর কপাল খুলে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে শর।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।

ভারতের ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), পৃথ্বি শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেরক্ষক), শিবাম দুবে, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদভ।
 

Bootstrap Image Preview