Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১১:৪২ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১১:৪২ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে পৃথক দুই দুর্ঘটনায় দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এতে সেতু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিহত উভয় ব্যক্তিই বাসের হেলপার বলে জানা গেছে। দুই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হ‌য়ে‌ছেন।

আজ বুধবার সকাল ৭টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন সেতুর ভায়াডাক্টে দুই বা‌সের সংঘ‌র্ষে একজন নিহত হয়েছেন। এর আগে রাত ৩টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তি‌নি জানান, সকা‌লে ঘন কুয়াশার কার‌ণে পৃথক এই দুর্ঘটনাগু‌লো ঘটে।

নিহতদের মধ্যে হেলপার ইমন হোসেনের নাম জানা গেছে। তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ও সিরাজগ‌ঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু উভয় পাড়সহ মহাসড়‌কের ২৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়। দুর্ঘটনাকব‌লিত প‌রিবহনগু‌লো সরানোর পর সকাল সা‌ড়ে ৯টার পর যানবাহন চলাচলে গতি কিছুটা বেড়েছে।

Bootstrap Image Preview