Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, ফেব্রুয়ারি ২০২০ | ১১ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১১:০০ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১১:০০ AM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এই সিরিজ দিয়ে আবারো প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার লুঙ্গি এনগিদি। 

গত বছরের ডিসেম্বরে এমজানসি সুপার লিগে খেলার সময় হ্যামস্ট্রিং টিয়ারের ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী এই ডানহাতি। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে। 

এনগিদি ছাড়াও স্কোয়াডে ডাক পাওয়া সিসান্দা মাগালা, তাবরাইজ শামসি এবং জন জন স্মুটসকেও ফিটনেস পরীক্ষা উতরাতে হবে।  তিন ম্যাচের এই সিরিজে ফাফ ডু প্লেসির অনুপস্থিতিতে অধিনায়ক থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। 

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের পরই কিছুদিনের জন্য বিশ্রামে যাবেন নিয়মিত অধিনায়ক ডু প্লেসি। মূলত নিজের ওপর থেকে চাপ কমাতে এবং অন্যদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ডু প্লেসি বলেন,  'এই বছরে খুব বেশি টেস্ট ম্যাচ নেই। আমাদের হাতে আরেকটি বড় টেস্ট ম্যাচ আছে। আমি চাই যেন সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলে এবং সিরিজটি ড্র করে (ইংল্যান্ডের বিপক্ষে)। এরপর একটি বড় সময় থাকবে এবং এটি আমার জন্য একটি সুযোগ অধিনায়কত্ব থেকে কিছুদিন দূরে থাকা এবং ছেলেদের সুযোগ দেয়া, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে।' 

ডু প্লেসির বদলে অধিনায়কত্ব পাওয়া ডি ককের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালে। এখন পর্যন্ত ১১৫টি ওয়ানডেতে ৪৫.০১ গড়ে ৪ হাজার ৯০৭ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ১৪টি সেঞ্চুরি এবং ২৪টি হাফ সেঞ্চুরি। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ 

কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেন্ডরিক্স, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জন জন স্মুটস, আন্দিলে ফেহলুকায়ো, লুথো সিপামলা, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, সিসান্দা মাগালা, বিজর্ন ফরটুইন, বিউরান হেন্ডরিক্স, জান্নেমান মালান, কাইল ভেরেইন। 

Bootstrap Image Preview