Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গিবসনের হাতেই গেল বোলিং কোচের গুরু দায়িত্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১০:৪১ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১০:৪১ AM

bdmorning Image Preview


চার্ল ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ার পর থেকে নতুন বোলিং কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোঁচ ওটিস গিবসন হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী বোলিং কোচ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে।

সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসারকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গিবসনকে নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে ৫০ বছর বয়সী গিবসনের।সেক্ষেত্রে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।  

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গিবসনকে বোলিং কোচ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁর বিশ্বাস বাংলাদেশ দলের পেস আক্রমণকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গিবসন।

নিজামউদ্দিন বলেন, 'সে অনেক অভিজ্ঞ একজন কোঁচ এবং বিশ্বের নানা প্রান্তে কোচিং করিয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে কাছ থেকে দেখারও সুযোগ হয়েছে তাঁর। আমি নিশ্চিত বাংলাদেশের কোচিং প্যানেলে সে অনেক কারণ বড় ভূমিকা রাখবে।'

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন গিবসন। সেসময়ই তাঁকে বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয় বলে জানা যায়। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান খোলাসা করেননি তখন। তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো। নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে পাকিস্তান সফরে যাবেন গিবসন। 

কোচ হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে গিবসনের। ২০১২ সালে তাঁর অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইংল্যান্ডের পর দুই বছর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন তিনি। 

Bootstrap Image Preview