Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুকুরে ৩০০ মানুষের হাড়, সিরিয়াল কিলার গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ১০:৪৫ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ১০:৪৫ PM

bdmorning Image Preview


থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আপিচাই অংউইসিট নামের এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ওই সিরিয়াল কিলারের বাগানের পুকুর থেকে ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ডেইলি মেইলের

থাইল্যান্ড পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বান্ধবী ওয়ারিনথর্ন চাইয়াচেটকে হত্যা এবং মরদেহ লুকানোর দায়ে ৪০ বছর বয়সী আপিচাই অংউইসিটেকে গ্রেফতার করে পুলিশ। আপিচাই অংউইসিটেকের দেয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার আপিচাই'র বাড়ি থেকে পুলিশ তার বান্ধবী ওয়ারিনথর্ন চাইয়াচেটের মরদেহ উদ্ধার করে।

পরে সন্দেহ হলে পুলিশ আবারো আপিচাই অংউইসিটের বাড়িতে অভিযান চালিয়ে বাগানের পুকুর থেকে ৩০০ মানুষের হাড় উদ্ধার করে। সিরিয়াল কিলার আপিচাই অংউইসিট মাদকাসক্ত এবং এই নিয়ে দ্বন্দের জেরে সে তার বান্ধবী ওয়ারিনথর্ন চাইয়াচেটকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ।

এই বিষয়ে ব্যাংকক পুলিশের প্রধান জিরাক্রিত জারুনপাত বলেন, উদ্ধার হওয়া হাড়গুলোর ময়নাতদন্ত চলছে। হাড়গুলো আপিচাই অংউইসিটের বন্ধু, বান্ধবী এবং পতিতাদের হয়ে থাকতে পারে।

Bootstrap Image Preview