Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ পিস ইয়াবাসহ ধরা আ.লীগ নেতার সাত মাসের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ১০:৩৩ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইয়াবা বিক্রির দায়ে বরিশালের গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম বাবুল খানকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরে আলম বাবুল খান গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ মহল্লার মৃত আব্দুল মুকিত খানের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালতের পেশকার মো. শাহাদাৎ হোসেন বলেন, পৌর শহরের কাছেমাবাদ লালপোলসংলগ্ন এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ২০১৭ সালের ১৪ আগস্ট অভিযান চালায় পুলিশ। এ সময় নুরে আলম বাবুল খানকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৌরনদী থানা পুলিশের এসআই সামছুউদ্দিন বাদী হয়ে ওই দিনই নুরে আলম বাবুলকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানা পুলিশের এসআই মো. মোশারেফ হোসেন খান ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর নুরে আলম বাবুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। চারজনের সাক্ষ্যগ্রহণ আজ রায় দেন আদালত।

Bootstrap Image Preview