Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গুগল ম্যাপের বিকল্প আনছে হুয়াওয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০১:৩৭ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০১:৩৭ PM

bdmorning Image Preview


সম্প্রতি ফোনে লোকেশন সার্ভিসের সুবিধা দিতে হুয়াওয়ে ডাচ্ ম্যাপিং কোম্পানি টমটমের সঙ্গে চুক্তি করেছে। 

নেভিগেশনে সেবা প্রদানে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে টমটমের। এই কোম্পানি হুয়াওয়ের ফোনে ম্যাপ, ট্রাফিক ইনফরমেশন ও সফটওয়্যার সেবা দেবে। হুয়াওয়ে যে সকল অ্যান্ড্রয়েড সেবা থেকে বর্তমানে বঞ্চিত আছে, এদের মধ্যে গুগল ম্যাপসের বিকল্প বের করা সবচেয়ে সহজ। কারণ, ম্যাপিং ও নেভিগেশন কোম্পানির কোনো কমতি নেই বিশ্বে। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক নিষেধাজ্ঞার জন্য হুয়াওয়ের কাছে গুগল অ্যান্ড্রয়েড লাইন্সেন্স বিক্রি করছে না। এর ফলে হুয়াওয়ের নতুন ফোনগুলোতে গুগল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ ও গুগল ফটোস ব্যবহার করা যাচ্ছে না।

এই নিষেধাজ্ঞার কারণেই হুয়াওয়ে নিজস্ব প্রসেসর বেশি ব্যবহার করছে এবং স্যামসাং এর কাছ থেকে ডিসপ্লে বানাচ্ছে। এমনকি অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনি’ তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, এ বছর থেকেই হারমোনি অপারেটিং সিস্টেমের হুয়াওয়ে ফোন বাজারে পাওয়া যাবে

Bootstrap Image Preview