Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্যাট হাতে বিশ্ব রেকর্ডে নাম লেখালেন মহারাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০১:১৫ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০১:১৫ PM

bdmorning Image Preview


পোর্ট এলিজাবেথে ইনিংস হার এড়াতে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করছিলেন কেশব মহারাজ। যদিও তিনি দলকে ইনিংস হার থেকে রক্ষা করতে পারেননি। তবে ব্যাট হাতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন প্রোটিয়া এই স্পিনার ।

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান নেয়ার রেকর্ডে ব্রায়ান লারা এবং জর্জ বেইলির পাশে নাম লিখিয়েছেন মহারাজ। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের একটি ওভারে পরপর তিন বলে চার হাঁকান মহারাজ। এর পরের দুই বলে দুই ছক্কা মারেন তিনি। শেষ বলটি ব্যাটে লাগাতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

যদিও বলটি গ্লাভসে জমা করতে ব্যর্থ হন ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। ফলে বাই থেকে আরও ৪ রান যোগ হয় দক্ষিণ আফ্রিকার সংগ্রহে। ওভারটি থেকে ২৮ রান আসে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা এবং মহারাজের নাম উঠে যায় রেকর্ড বইয়ে।

যদিও লারা-বেইলিরা অপরপ্রান্তের কোনো ব্যাটসম্যান বা বাই রান ছাড়াই ২৮ রান নিয়েছিলেন। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে চারটি চার ও দুই ছক্কায় ২৮ নিয়েছিলেন লারা।

এরপর ২০১৩-১৪ অ্যাশেজের পার্থ টেস্টে লারার পাশে নাম লেখান বেইলি। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ওভারে তিনটি ছক্কা এবং দুটি চার মেরেছিলেন এই অজি ব্যাটসম্যান। বাকি এক বলে এসেছিল দুই রান।  

Bootstrap Image Preview