Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ১০:৪৫ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ১০:৪৫ AM

bdmorning Image Preview


রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক কুখ্যাত মাদক কারবারি নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৩৪)।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। নিহত মাদক কারবারির নামে থানায় ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

বিষয়টি নিয়ে র‌্যাব-১’র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে একদল মাদক কারবারি বড়ুয়া এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়।

তিনি বলেন, এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে আনোয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাগুলির সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ, এক হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেন র‌্যাবের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview