Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুরুন্ডির আক্রমণভাগকেই ভয় বাংলাদেশী জেমির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০৯:৫৭ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল- সেটা পূরণ হয়েছে বাংলাদেশ কোচ জেমি ডের। এখন তার চোখ ফাইনালে। লক্ষ্যের দ্বিতীয় ধাপ পূরণ করতে বাংলাদেশকে হারাতে হবে বুরুন্ডি নামের এক আফ্রিকান দলকে।

যে দলটি বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নাম হলেও ফিফা র্যাংকিং বলছে, তারা আফ্রিকা অঞ্চলে বেশ মাথা উঁচু করেই আছে। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে তাদের যোগ্যতার প্রমাণও করেছে দলটি। সহজ দুই জয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়া ৬ দেশের মধ্যে কাগজ-কলমে বুরুন্ডি শক্তিতে দ্বিতীয় অবস্থানে। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই সম্ভাব্য দুই ফাইনালিস্টের একটি হিসেবে দেশটির নামও বলেছেন। দুই ম্যাচে ৭ গোল দিয়ে নিজেদের সেই জাতটা চিনিয়েছেন বুরুন্ডির ফুটবলাররা।

বাংলাদেশ কোচ জেমি ডে তাইতো সেমিফাইনালে বুরুন্ডির আক্রমণভাগ নিয়েই আছেন যত ভয়ে। এখানে তার আরেকটি ভয়ের কারণ, অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের সাসপেনশন। আগের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে অহেতুক লালকার্ড পেয়েছেন এই ডিফেন্ডার। তাইতো সেমিফাইনালে বুরুন্ডিকে ফেবারিট মেনেই মাঠে নামবে বাংলাদেশ।

সেমিফাইনাল নিয়ে কোচ জেমি ডে বিস্তারিত আলোচনা করেছেন, তিনি বলেন অবশ্যই বুরুন্ডি এই ম্যাচে ফেবারিট। তাদের আক্রমণভাগে অনেক শক্তিশালি। ফিজিক্যালিও তারা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে। সব কিছু মিলিয়ে তারাই ফেবারিট। আমি মনে করি, ম্যাচটি ৬০-৪০ হবে।

Bootstrap Image Preview