Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নামাজর'ত অব'স্থায় ইয়েমেনে মসজিদে ক্ষে’প’ণাস্ত্র হা’মলা, নিহ'ত ১০০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ১০:২৫ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ১০:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইয়েমেনে মসজিদে ক্ষে’প’ণা’স্ত্র ও ড্রো'ন হা’ম’লায় নি’হ'ত একশ’ ছা'ড়িয়েছে। আ’হ'ত হয়েছে বহু লোক। এ হা’ম’লার জন্য হুতি বি’দ্রো’হীদের দা'য়ী করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত রবিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সা'মরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে ম'রিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হা’ম’লা চা'লায়।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেন, ”আমরা মসজিদে হুতি মি'লি'শিয়াদের এ স’ন্ত্রা’সী হা’ম’লার ক'ঠোর নি'ন্দা জানাই।’ সে’না মুখপাত্র জানান, নি’হ’তদের মধ্যে সে’না ও বেসা’মরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হা’ম’লার ক'ঠোর জবাব দেওয়া হবে।

হ'তাহ'তদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃ’ত্যু’র ১৪৮ জন আ’হ'ত হওয়ার কথা জানিয়েছিল। তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হা’ম’লার দায় স্বী'কার করেনি।

Bootstrap Image Preview