Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৮:১৪ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৮:১৪ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ সোমবার শহরের মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন করা হয়।

কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবি ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসার ছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেপ্তারের দাবিতে এদারায়ে তালিমিয়া, ইসলামী ছাত্র খেলাফতসহ তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি  পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী, আলেম ওলামাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

সকাল সোয়া ১০টা থেকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা চলে এই কর্মসূচি। এ কারণে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সতর্কতার জন্য শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি শহরের কান্দিপাড়ায় খতমে নবুয়্যত নামে একটি মাদ্রাসা কাদিয়ানীদের দখল চেষ্টার অভিযোগে কওমী ও কাদিয়ানীদের মধ্যে সংর্ঘষ হয়। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এর দুদিন পরেই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে শহরের মাদ্রাসা ছাত্র ও ইসলাম অনুসারীরা বিক্ষোভ করেন। এর মধ্যেই আনোয়ার নামে কাদিয়ানিদেরই একজন সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি গত ১৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় গিয়ে কাদিয়ানিদের দ্বারা মানসিক অত্যাচার ও হুমকি শিকার হন।

আনোয়ার জানান, তারা ১৭ জন ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই কাদিয়ানিরা চাপ সৃষ্টি, জুলুম ও নির্যাতন চালাচ্ছে। তাদেরকে একঘরে করে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

Bootstrap Image Preview