Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রার্থীকে হত্যার চেষ্টা,বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রার্থীকে শ্বাস রোধে হত্যার চেষ্টাসহ মারধর, বসত ঘরে হামলা ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। 


পুলিশ ও এলাকাবাসী জানায়, বেগমগঞ্জ মডেল থানার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত আসনে অভিভাবক সদস্য পদে আফরোজা বেগম জেসমিন পদপ্রার্থী হওয়াকে ঘিরে প্রতিপক্ষ নাছরিন আক্তার এর স্বামী জসিম উদ্দিন ও তার ভাই বোরহান উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাতনামা মুখোশধারী ১ ডজন সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীর রাতে বেগমগঞ্জ থানাধীন দরবেশপুর গ্রামের নুরুল হুদার বিল্ডিংয়ের নিচ তলায় আফরোজা বেগম জেসমিনের বাসায় অনধিকার প্রবেশ করে তাকে ও তার মেয়ে ১০ শ্রেণীর স্কুল ছাত্রী সামিয়া সুলতানাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।


 এ সময় দক্ষিন নাজিরপুর গ্রামের রাজা মিয়া মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী মোঃ সেলিমের স্ত্রী অভিভাবক সদস্য পদপ্রার্থী আফরোজা বেগম জেসমিন (৩৮)কে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অপচেষ্টা চালায়। 
ঘটনা চলাকালে ৩নং আসামী নাসরিন আক্তার স্কুল ছাত্রী সামিয়া সুলতানা (১৬) কে পিছমোড়া ধরে রাখলে ২নং আসামী বোরহান উদ্দিন লোহার রড দিয়ে তার সারা শরীরে পিটিয়ে জখম করে।  

তার ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও এইচ.টি.সি মোবাইল সেট ভাংচুর করে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি করে এবং নির্বাচনী লিফলেট ও হ্যান্ডবিল তছনছ করে। ২৫ হাজার টাকা দামের স্যামসাং একটি মোবাইল সেট জোর পূর্বক লুটে নিয়ে যায়। তাদের শৌর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে নির্বাচন হতে সরে দাঁড়ানোর হুমকি ধামকি দিয়ে চলে যায়।


স্থানীয়রা ঘটনাস্থল থেকে সামিয়া সুলতানাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনার বিষয় উল্লেখ করে আফরোজা বেগম জেসমিন বাদী হয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি লিখিত অভিযোগ ও বেগমগঞ্জ মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। 


বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview