Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে কঠিন দল হিসেবে দেখছেন আহসান আলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৩:৪৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান আহসান আলি মানছেন, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাদের জন্য হুমকি বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পাক দলে ডাক পেয়েছেন আহসান। ২৪-২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এতে অভিষেক হতে পারে তার।

স্বভাবতই জাতীয় দলে খেলার অপেক্ষার প্রহর গুনছেন আহসান। এখন পর্যন্ত ৪১ টি-টোয়েন্টি খেলে ৯৪৯ রান করেছেন তিনি। ৫ হাফসেঞ্চুরিতে এ রান সংগ্রহ করেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। যেখানে গড় প্রায় ২৪ এবং স্ট্রাইক রেট ১৩০।

আহসান বলেন, বাংলাদেশ কঠিন দল। তারা প্রচুর উন্নতি করেছে। তাদের মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যান রয়েছে। উনি খুবই মেধাবী ক্রিকেটার। নিজের দিনে সব আলো কেড়ে নিতে পারেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। ম্যাচের ভাগ্য লিখে কিংবা নির্ধারণ করে দিতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের প্রথম শ্রেণির দল। এটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে। ভক্ত-সমর্থকদের অনুরোধ করব আপনারা মাঠে আসুন, খেলা উপভোগ করুন এবং আমাদের সমর্থন করুন।

তিন ভাগে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে আসবেন টাইগাররা। দ্বিতীয় দফায় দেশটিতে গিয়ে ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন তারা।

এর পর ফের নিজভূমে ফিরে আসবেন মাহমুদউল্লাহরা। তৃতীয় ধাপে সেখানে গিয়ে ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন তারা। আর ৫ থেকে ৯ এপ্রিল বাকি টেস্ট খেলে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করবেন সফরকারীরা।

Bootstrap Image Preview