Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাঙ্গালোরে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে দুই কোটি রুপিসহ ১১ জুয়াড়ি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০২:৩২ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০২:৩২ PM

bdmorning Image Preview


ব্যাঙ্গালোরে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ চলাকালীন ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে দিল্লী ক্রাইম ব্রাঞ্চ। জুয়াড়িদের কাছ থেকে দুই কোটি রুপি উদ্ধার করেছে দিল্লী ক্রাইম ব্রাঞ্চ।

এছাড়াও জুয়াড়িদের কাছ থেকে দুটি টেলিভিশন, সাতটি ল্যাপটপ ও ৭০টি মোবাইল ফোন জব্দ করেছে ক্রাইম বাঞ্চের সদস্যরা। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে জুয়ার আসর বসায় জুয়াড়িরা।

লম্বা সময় ধরে দিল্লী ক্রাইম ব্রাঞ্চের নজরে থাকা এসব অপরাধীকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারায় ভারত। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। মূলত রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে চড়ে সিরিজ জয়ের স্বাদ পায় ভারত।

স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রানে। জবাবে রোহিতের ১১৯ ও কোহলির ৮৯ রানের অসাধারণ দুটি ইনিংসে ৪৭.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

 

Bootstrap Image Preview