Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোলেইমানির জীবনের ‘শেষ মিনিটের’ বর্ণনা দিলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৮:২৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৮:২৪ PM

bdmorning Image Preview


ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার সময় শেষ মিনিটে কী কী ঘটেছিল, তার বিস্তারিত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার-এ-লাগো ক্লাবে রিপাবলিকান দাতাদের একটি সমাবেশে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমেরিকার সম্পর্কে বাজে কথা বলার জন্য সোলেইমানিকে হত্যা করা হয়েছে।’

ট্রাম্প জানান, হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বসে তিনি সোলেইমানির ওপর হামলা পর্যবেক্ষণ করেন।

‘তারা একসঙ্গে স্যার,’ মার্কিন সেনারা এভাবে ট্রাম্পকে আপডেট জানাতে থাকেন, ‘দুই মিনিট ১১ সেকেন্ড বাকি আছে তাদের। কোনো আবেগ নয়। দুই মিনিট ১১ সেকেন্ড স্যার। তারা গাড়িতে, সাঁজোয়া গাড়ি এটি। স্যার, তাদের আনুমানিক এক মিনিট আছে। আর কয়েক সেকেন্ডে। ১০, ৯, ৮….।’

ট্রাম্প বলেন, ‘তখন হঠাৎ বুমমমম।’

ট্রাম্পকে সেনারা বলতে থাকেন, ‘তারা শেষ স্যার।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘সতর্ক হয়ে কথা বলা’র হুঁশিয়ারি দেওয়ার একদিন বাদে এভাবে সোলেইমানির মৃত্যুর বর্ণনা দিলেন ট্রাম্প।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও মারা গেছেন।

Bootstrap Image Preview